কেজিআর কিওয়ার্ড রিসার্চ শিখে নিন। বিডিজগত.কম
আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আর যারা নিয়মিত বিডি জগতের সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা,এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি।
➥ত চলুন আর কথা না বাড়িয়ে আসল কাজে চলে যাইঃ
যদি আপনি, কিওয়ার্ড রিসার্চ নিয়ে স্টাডি করতে থাকেন তবে, কেজিআর নামক, খুব সহজে কিওয়ার্ড রিসার্চ করার ফর্মুলা কথা হয়ত শুনে ফেলছেন। আজ, কেজিআর নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
** কেজিআর নিয়ে অনেকের অনেক রকম মতামত আছে, আমার মতামত টা আজ শেয়ার করবো।
(অবশ্যই মনে রাখবেন, রিসার্চ হলো এইও মেইন বিষয়, কারন কোয়ালিটি কনটেন্ট দিয়ে অথরিটি সাইটের সাথে লড়তে পারবেন না, আবার বাজে কন্টেন্ট দিয়ে ফাকা মাঠে গোল দিতে পারবেন, তাই রিসার্চ সেকশনে যতদিন মোটামুটি এক্সপার্ট না হবেন ততদিন, সাইট তৈরি করবেন না)
(অবশ্যই মনে রাখবেন, রিসার্চ হলো এইও মেইন বিষয়, কারন কোয়ালিটি কনটেন্ট দিয়ে অথরিটি সাইটের সাথে লড়তে পারবেন না, আবার বাজে কন্টেন্ট দিয়ে ফাকা মাঠে গোল দিতে পারবেন, তাই রিসার্চ সেকশনে যতদিন মোটামুটি এক্সপার্ট না হবেন ততদিন, সাইট তৈরি করবেন না)
তবে ছোট্ট করে কেজিআর কি সেটা বলে ফেলি, যারা কেজিআরের বিষয় জানেন না।
কে.জি.আর এর ফুল অর্থ হলো, কিওয়ার্ড গোল্ডেন রেসিও!
কেজিআর কিওয়ার্ডের ফমূলা হলো :
১. কিওয়ার্ডের সার্চ ভলিউম অবশ্যই, ২৫০ এর মধ্যে হতে হবে।
২. allintitle : " কিওয়ার্ড " গুগলে সার্চ করার পর, সার্চ বারের নিচে, যে রেজাল্ট এর সংখ্যা আসবে, ঐ সংখ্যা কে, সার্চ ভলিউম দিয়ে ভাগ দিতে হবে।
৩. ভাগফল যদি ০.২৫ এর নিচে থাকে তাহলে কিওয়ার্ড টি কেজিআর কিওয়ার্ড।
এখানে, অলইন টাইটেল করলে যে রেজাল্ট সংখ্যা টা দেখতে পাবেন ওটা হলো, কতটা পেজের টাইটেলে, ঐ কিওয়ার্ড টা বসানো আছে, অথ্যাৎ ধরে নেয়া হচ্ছে, যত গুলা রেজাল্ট সংখ্যা আসছে, ঐ পেজ গুলা আপনার কম্পিটিটর,
২. allintitle : " কিওয়ার্ড " গুগলে সার্চ করার পর, সার্চ বারের নিচে, যে রেজাল্ট এর সংখ্যা আসবে, ঐ সংখ্যা কে, সার্চ ভলিউম দিয়ে ভাগ দিতে হবে।
৩. ভাগফল যদি ০.২৫ এর নিচে থাকে তাহলে কিওয়ার্ড টি কেজিআর কিওয়ার্ড।
এখানে, অলইন টাইটেল করলে যে রেজাল্ট সংখ্যা টা দেখতে পাবেন ওটা হলো, কতটা পেজের টাইটেলে, ঐ কিওয়ার্ড টা বসানো আছে, অথ্যাৎ ধরে নেয়া হচ্ছে, যত গুলা রেজাল্ট সংখ্যা আসছে, ঐ পেজ গুলা আপনার কম্পিটিটর,
আর যখন ঐ কম্পিটিটর সংখ্যা দিয়ে ২৫০ এর কম সার্চ ভলিউম কিওয়ার্ডের, সার্চ ভলিউম দিয়ে ভাগ করা হবে তখন যদি ভাগফল ০.২৫ এর নিচে হয়, এর মানে হলো ঐ কিওয়ার্ড এর জন্য বেশি প্রতিযগি নেই, আপনি ঐ কিওয়ার্ডে সহজে রাংক করাতে পারবেন।
বিষয়, সত্যি অনেক সহজ ও মজার একটা শর্টকাট ফরমুলা।
যদি ও একদম নতুন রা এটি ট্রায় করতে পারেন।
তবে, আমার কিচু দ্বিমত আছে।
অনেকে বলতে পারে, এত ছোট মানুষ Doug cunnington এর মত ফেমাস ও এক্সপার্ট ডিজিটাল মার্কেটার এর রিসার্চ করে বের করা ফরমুলার বিরুদ্ধে কথা বলছি।
আমি কিজিআরের বিরুদ্ধে পুরপুরি দ্বিমত তা নয়।
তবে, এনাসাইসিস করে, যে লিমিটিশন গুলা পেয়েছি, তা আলোচনা করবো।।
কেজিআর নিয়ে আমার ৩ টা দ্বিমত আছে।
১. সার্চ ভলিউম এর লিমিট ২৫০, তবে আমি আপনাকে নতুন অবস্থায় হাই সার্চ ভলিউম নিয়ে কাজ করতে বলছি তা নয়।
কিচু কিচু সময় ২৫০ এর বেশি সার্চ ভলিউম কিওয়ার্ড লো কম্পিটিশন হয়,
( কিভাবে লো কম্পিটিশন কিওয়ার্ড বের করতে হয় তা আগের পর্বে ই আলোচানা করেছি, অনেক সুন্দরভাবে)
২. শুধু অলইন টাইটেল সংখ্যা হিসাব করে, কম্পিটিশন এনালাইসিস করা হয়।
যেখানে, এমন ও হয় যে, আপনার রিসার্চ করা কিওয়ার্ড টি, একটি ওয়েব ২ বা শোস্যাল পেজের টাইটেলে থাকতে পারে, তাদের কে কি আপনি কম্পিটিটর ভাববেন?
তাছাড়া, একটা কিওয়ার্ড পিক করতে গেলে
অনেক দিক বিবেচনা করতে হয়। যা আমি আগের পোষ্টে আলোচনা করেছি।
৩. অনেক সময় দেখা যায়, একটা কিওয়ার্ড কেজিআর ফরমুলাতে পড়ে, কিন্ত ফাষ্ট পেজে যারা আছে, তাদের টাইটেলে ঐ কিওয়ার্ড টি না থাকলেও, যারা রাংকে আছে তারা হাই অথরিটি সাইট, যাদের কে টপকানো নিউবি হিসাবে পসিবল না।।
তাই যদি আপনি কেজিআর ফরমুলায় রিসার্চ করেন, এই বিষয় টি মাথায় রাখবে, অথোরিটিদের থেকে দুরে থাকবেন।
( কিভাবে লো কম্পিটিশন কিওয়ার্ড বের করতে হয় তা আগের পর্বে ই আলোচানা করেছি, অনেক সুন্দরভাবে)
২. শুধু অলইন টাইটেল সংখ্যা হিসাব করে, কম্পিটিশন এনালাইসিস করা হয়।
যেখানে, এমন ও হয় যে, আপনার রিসার্চ করা কিওয়ার্ড টি, একটি ওয়েব ২ বা শোস্যাল পেজের টাইটেলে থাকতে পারে, তাদের কে কি আপনি কম্পিটিটর ভাববেন?
তাছাড়া, একটা কিওয়ার্ড পিক করতে গেলে
অনেক দিক বিবেচনা করতে হয়। যা আমি আগের পোষ্টে আলোচনা করেছি।
৩. অনেক সময় দেখা যায়, একটা কিওয়ার্ড কেজিআর ফরমুলাতে পড়ে, কিন্ত ফাষ্ট পেজে যারা আছে, তাদের টাইটেলে ঐ কিওয়ার্ড টি না থাকলেও, যারা রাংকে আছে তারা হাই অথরিটি সাইট, যাদের কে টপকানো নিউবি হিসাবে পসিবল না।।
তাই যদি আপনি কেজিআর ফরমুলায় রিসার্চ করেন, এই বিষয় টি মাথায় রাখবে, অথোরিটিদের থেকে দুরে থাকবেন।
আমি আপনাকে, কেজিআর নিয়ে কাজ করতে নিষেধ করছি তা নয়।
তবে এই বিষয় গুলা, মাথায় রাখবেন।
আপনার মতামত, জানাতে ভুলবেন না,
পোষ্টি শেয়ার করতে পারেন, বা আগ্রহিদের মেনশন করতে পারেন।
তবে এই বিষয় গুলা, মাথায় রাখবেন।
আপনার মতামত, জানাতে ভুলবেন না,
পোষ্টি শেয়ার করতে পারেন, বা আগ্রহিদের মেনশন করতে পারেন।
➥তো বন্ধুরা টিউন অনেক বড় হয়ে গেছে। আশা করি টিউনি আপনাদের ভাল লেগেছে। আর আমিও আপনাদের অনেক ভালোভাবে বুজাতে পারছি। তারপরেও যাদের বুজতে কোন সমস্যা হবে তারা প্লিজ টিউমেন্ট করুন। আমি তাদের বুজানোর জন্য যতেষ্ট চেষ্টা করবো ইনশাআল্লাহ।
তো বন্ধুরা আজ এই পযন্ত দেখা হবে পরবতী টিউন এ নতুন কোন বিষয় নিয়ে ততোক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর BDJogot এর সাথেই থাকবেন।
✿ফর হেল্পঃ
অবশ্য আপনাদের কোন সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আমার সম্পূর্ণ দেয়ে হেল্প কারার চেষ্টা করব। ইনশাআল্লাহ!
সবাই ভালো থাকবেন ধন্যবাদ
আমার ফেসবুক : Sadikur Rahman Mejan
আমার সাইট ভিজিট কারার অনুরুধ রইল।