Be a Trainer! Share your knowledge.

এসইও শিখতে চান? কিভাবে শিখবেন? সম্পূর্ণ গাইডলাইন। বিডিজগত.কম

এসইও শিখতে চান? কিভাবে শিখবেন? সম্পূর্ণ গাইডলাইন । বিডিজগত.কম

আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আর যারা নিয়মিত বিডি জগতের সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা,এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি।
আমি ছাদিকুর রহমান আমি আজ আপনাদের সামনে আলোচনা করবো কীভাবে আপনে এসইও শিখবেন? তার সম্পূর্ণ গাইডলাইন ।

 ত চলুন আর কথা না বাড়িয়ে আসল কাজে চলে যাইঃ


১য় ধাপঃ
এসইও শিখার প্রথম শর্ত আপনাকে ইংরেজিতে দক্ষ হতে হবে। আপনার প্রশ্ন আসতে পারে আপনি কন্টেন্ট লিখতে চান না জাস্ট এসইও নিয়ে কাজ করবেন তাহলে ইংরেজি কেন
.
এসইও করতে হলে আপনাকে প্রথমেই কন্টেন্ট ঠিক আছে কিনা দেখতে হবে, অন পেজ এসইও চেক, ব্লগ কমেনটিং, গেস্ট পোষ্টিং আউটরিচ সহ সব জায়গায় আপনাকে ইংরেজিতে দক্ষ হতে হবে। আপনি যদি নাই বুঝেন যে কন্টেন্ট ঠিক না ভুল তাহলে রাইটার কি লিখে দিল সেটা জাস্টিফাই করা আপনার পক্ষে প্রায় অসম্ভব।
.
২য় ধাপঃSEO এর SE মানে আপনাকে সার্চ ইঞ্জিনকে কন্ট্রোল করতে জানতে হবে। এইজন্য গুগল এডভান্স সার্চ টার্ম শিখার কোন বিকল্প নেই। গুগল মার্কেটের ৭৫%+ ( অনুমানের উপর) শেয়ার বিলংগস করে। এরপরের গুরুত্ব পুর্ণ সার্চ ইঞ্জিন হল বিং। সেটাকেও কন্ট্রোল করতে শিখা গুরুত্ব পুর্ণ। পাশাপাশি জানার চেষ্টা করতে পারেন কিভাবে সার্চ ইঞ্জিন কাজ করে।
.
৩য় ধাপঃএসইও টার্মিনোলজি গুলা নিয়ে ডিটেইলস জানা। আপনি যখন কোন এসইও টিউটোরিয়াল পড়তে যাবেন সেখানে দেখবেন এসইও এর বিভিন্ন টার্ম ব্যবহার করছে। টার্মিনোলজি গুলা জানা না থাকলে আপনি পুরা কন্সেপ্ট ক্লিয়ার হতে পারবেন না। তাই আগে কন্সেপ্ট ক্লিয়ার করার জন্য টার্মিনোলজি গুলা জানার চেষ্টা করুন।
এরপর ধাপে ধাপে নিচের বিষয় গুলা আয়ত্ব করার চেষ্টা করুন। এখানে বলে রাখা ভাল, প্রতিটা বিষয়ের বেসিক ও এডভান্স নলেজ গেদার করার ট্রাই করুন। শুরুতে সার্চ দিতে পারেন beginner's Guide ( topic) পরে topic name Advance Guide নিয়ে সার্চ দিন।
১। কিওয়ার্ড রিসার্চ
২। কন্টেন্ট স্ট্রাকচার ও কন্টেন রাইটিং
৩। ইউ আই ও ইউ আই এক্স
৪। বেসিক এইচ টি এম এল, সি এস এস
৫। টেকনিক্যাল এসইও
৬। অনপেজ এসইও
মেটা টাইটেল
মেটা ডিস্ক্রিপশন
ইউ আর এল স্ট্রাকচার
কিওয়ার্ড প্লেসমেন্ট, ডেন্সিটি, টিএফ আইডিএফ
এল এস আই
রিচ মিডিয়া অপ্টিমাইজেশন
ইউজার বিহ্যাবিয়ার এনালাইসিস

৭। অফ পেজ
...
এখানে প্রতিটা বিষয় নিয়েই হিউজ আলোচনা সম্ভব। অনেক বিষয় এখন মাথায় নেই। ইন্সটান্টযা আসল সেটাই উল্লেখ করলাম
টিপসঃ প্রতিটি সুক্ষ বিষয়কে গুরুত্ব দিন। প্রতিটি বিষয়ে অল্প অল্প করে আপনি এগিয়ে থাকা মানে অনেক দূর আগানো।

তো বন্ধুরা টিউন অনেক বড় হয়ে গেছে। আশা করি টিউনি আপনাদের ভাল লেগেছে। আর আমিও আপনাদের অনেক ভালোভাবে বুজাতে পারছি। তারপরেও যাদের বুজতে কোন সমস্যা হবে তারা প্লিজ টিউমেন্ট করুন। আমি তাদের বুজানোর জন্য যতেষ্ট চেষ্টা করবো ইনশাআল্লাহ।
তো বন্ধুরা আজ এই পযন্ত দেখা হবে পরবতী টিউন এ নতুন কোন বিষয় নিয়ে ততোক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর BDJogot এর সাথেই থাকবেন।

ফর হেল্পঃ

অবশ্য আপনাদের কোন সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আমার সম্পূর্ণ দেয়ে হেল্প কারার চেষ্টা করব। ইনশাআল্লাহ!





সবাই ভালো থাকবেন ধন্যবাদ
আমার ফেসবুক : Sadikur Rahman Mejan
আমার সাইট ভিজিট কারার অনুরুধ রইল।
সাইট লিঙ্কঃ

খোদা হাফেজ

About Author

Previous
Next Post »

1 Comments:

Click for Comments
Anonymous
admin
3 February 2022 at 04:21 ×

LuckyClub Casino Site in South Africa
LuckyClub is an 카지노사이트luckclub online casino that was established in 1994. The site has many games and the games of slots including blackjack, roulette, keno,

Congrats bro! AnonymousThis is the first comment
Reply
avatar